সৈয়দ সাঈদ

পরিশিষ্ট : লেখকের কথা
সৈয়দ সাঈদ
ছোটবেলা থেকেই আমি যে কোনও কিছুই নকল করতাম, সেই কারনেই হয়তো প্যারোডি আমার মগজে ঢুকে আছে। অসুস্থতার অফুরন্ত কষ্টের সময় আমি এই সব উল্টাপাল্টা লিখেই কাটিয়েছি এবং কাটাচ্ছি।
ব্যস্ততার যুগ কারো কোনও দেখা নেই, কিন্তু সেই অভাবটা ফেসবুক কাটিয়ে দিয়েছে। আর সেখান থেকেই আমার স্কুল বন্ধু বাপ্পি সেটা ছাপিয়ে দেবার ব্যবস্থা করেছে। তা না হলে এই প্যারোডি গুলো ফেসবুকের টাইম লাইনেই থাকতো।
বই বের করার জন্য অনেকেই বলেছিল, কিন্তু আমার আগ্রহ তেমন ছিলনা, ছোটবেলা থেকেই নিজের নাম বিভিন্ন পত্রিকায় দেখে অভ্যস্ত ছিলাম, এ কারনে। কিন্তু এখন দীর্ঘদিন ফেসবুকে লেখার কারনে পাঠকের যে চাপ তৈরি হয়েছিল সেটা থেকে বাপ্পি আমাকে বের করে নিয়ে আসলো বলে তাকেও ধন্যবাদ।

সৈয়দ সাঈদ
ব্যাথা সাহিত্যিক
মিস্টার মুন হাউজিং
ঢাকা।
সৈয়দ সাঈদ এর বই সমূহ
Creative Dhaka
  • Copyright © 2024
  • Privacy Policy Terms of Use